‘অন্তরজ্বালা’ সারাদেশে
দেশের ১৭৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মালেক আফসারী পরিচালিত জায়েদ খান ও পরীমনি জুটির ছবি ‘অন্তরজ্বালা’। শুক্রবার মুক্তির প্রথম দিনেই ছবিটি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে উপভোগ করবেন ছবির নায়ক-নায়িকা।
রাজধানীর মুধমিতা, শ্যামলী ও সনি সিনেমা হলে তারা যাবেন বলে নিশ্চিত করেছেন জায়েদ খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করব। আমি আগে থেকেই বলে আসছি অন্তর জ্বালায় অন্য এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। ছবিটি আমাদের সবারই অনেক কষ্টের ফসল। এতে সবাইকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। যা আগে কখনও দেখা যায়নি। ছবিটিতে অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। মালেক আফসারী স্যারকে ধন্যবাদ। তার যথাযথ নির্দেশনায় সুন্দর একটি ছবি হয়েছে।’
ছবি প্রসঙ্গে পরী বলেন, ‘আমি বিশ্বাস নিয়ে বলতে পারি ছবিটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে তবে দর্শকের টিকিটের মূল্য ফেরত দেব।’ ছবিটি প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। এর কাহিনী, সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছেন জায়েদ খান। এতে আরও অভিনয় করেছেন, অমিত হাসান, জয় ও মৌমিতা মৌ।
No comments