‘ট্যাটো’তে রিয়াল বধের প্রস্তুতি নেইমারের


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইউরোপ সেরা ক্লাবগুলোর লড়াইয়ে শেষ ষোলোতে রিয়াল-পিএসজি দ্বৈরথ নিয়ে ফুটবল অঙ্গন যখন সরগরম, তখন নেইমারকে দেখা গেল নতুন সাজে সাজতে। ম্যাচকে সামনে রেখে সারা গায়ে একেছেন নতুন ট্যাটো।

প্রায় দুইশ মিলিয়ন পাউন্ড রেকর্ড মূল্যে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে মোকাবেলা করার আগে ট্যাটো আাঁকিয়েছেন পুরনো একজনকে দিয়ে। বার্সাতে তার আঁকা ট্যাটো নিয়ে মাঠে ২০১৫ সালে পেয়েছিলেন সাফল্য।

ইনস্টাগ্রামে নতুন করে আঁকা ট্যাটোর ছবি পোস্ট করেছেন নেইমার। যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির একটি ডিজাইন। এছাড়া তার কানের নীচে একেছেন উড়ন্ত পাখির ছবি। যা সম্মান, সাহস, স্বাধীনতা ও বিশ্বাসের প্রতিচ্ছবি।

No comments

Powered by Blogger.