টিভি নাটকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগী মিতু
প্রথমবারের মতো টেলিভিশন নাটকে নাম লেখালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু। তরুণ নির্মাতা তপু খান নির্মিত ‘কোন আলো লাগলো চোখে’ নামে একটি একক নাটকে অভিনয় করেছেন মিতু।
আবু জাহেদ চৌধুরীর গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। এতে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জাহারা মিতু।
মিতু বলেন, ছোটবেলা থেকেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলাম। টেলিভিশন নাটকে এই প্রথম কাজ করলাম। অপূর্ব ভাইয়া খুব সহজভাবে আমাকে গ্রহণ করেছিলেন। যার জন্য কাজটি করতে কমফোর্ট ফিল করেছি। বুঝতেই পারিনি আমি প্রথম কোনো নাটকে কাজ করছি।
জাহারা মিতুর অভিনয় প্রসঙ্গে পরিচালক তপু খান বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতুর এ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হতে যাচ্ছে। প্রথম নাটকে ওর অভিনয় আমার ভালো লেগেছে।
সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
No comments