দুবাইয়ে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য নেই 'বাংলা স্কুল'


সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠির সংস্কৃতি, শিক্ষার প্রসারেও বেশ সমৃদ্ধ। তবে ভিনদেশী ছেলেমেয়েদের নিজস্ব ভাষা চর্চায় ইন্ডিয়ান ও ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে নেই কোনো ‘বাংলা স্কুল’। যার ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা চর্চা নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা। বেশ কয়েক বছর পূর্বে দুবাইয়ে একটি বাংলা স্কুল থাকলেও অব্যবস্থাপনায় সেটি বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করার আর উদ্যোগ নেয়া হয়নি। আমিরাতের অন্য দুটি প্রদেশ আবুধাবি ও রাস আল খাইমায় দুটি বাংলা স্কুল রয়েছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল দুবাই হতে ১৪২ কিলোমিটার ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল প্রায় ১০৬ কিলোমিটার দূরে। অতি দূরত্বের কারণে দুবাই ও উত্তর আমিরাতের শিক্ষার্থীদের যাওয়া হয় না এ দুটি প্রতিষ্ঠানে। বাংলা স্কুলের অভাবে বাংলাদেশি ছেলেমেয়েরা যেমন বাংলা ভাষা চর্চা থেকে পিছিয়ে পড়ছে, তেমনি বাংলা সংস্কৃতি চর্চা থেকেও বহুগুণ দূরে তাদের অবস্থান। কমিউনিটির ছোট-খাটো ঘরোয়া আয়োজনই এখন তাদের বাংলায় কথা বলা বা চর্চার জায়গা।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের সাত প্রদেশে ৭ লাখের মত প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রায় ২৫ হাজার প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন সেখানে। অলিখিত হিসেবে এদের ৬০ ভাগই থাকেন দুবাই ও উত্তর আমিরাতে। কর্মব্যস্ততার মাঝে সন্তানের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারা। কিন্তু পরিসংখ্যনের তুলনায় সন্তানদের পড়ালেখার জন্য নেই পর্যাপ্ত বাংলা স্কুল। বাধ্য হয়ে তাই অভিভাবকরা ছোটেন ভিনদেশী কারিকুলামে পরিচালিত স্কুলগুলোতে। ভিন্ন কারিকুলামে পাঠালেও তারা সন্তানদের বাংলা সিলেবাস ও বাংলা ভাষা চর্চার প্রয়োজনীয়তা অনুভব করেন। 
শারজা কমিউনিটির নেতা জাহাঙ্গীর আলম রুপু জানান, ‘প্রবাসীদের প্রায় ৬০ ভাগ লোক আমরা দুবাই ও উত্তর আমিরাতে বসবাস করছি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এখানে কোনো বাংলাদেশি স্কুল নাই। স্কুলের অভাবে বাচ্চাদের ইন্ডিয়ান স্কুল ও ইংলিশ কারিকুলামে পড়াতে হচ্ছে। অথচ দুবাইয়ের মত শক্তিশালী বাংলা কমিউনিটি চাইলে এখানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব।’
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল বলেন, ‘কযেকবার করে উদ্যোগ নেয়া হলেও এর কোনো ফলাফল আসেনি। তবে নতুন করে কমার্শিয়ালভাবে কেউ উদ্যোগ নিলে বা বাংলাদেশ সরকার সরাসরি ভূমিকা পালন করলে দুবাইয়ে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা করার সম্ভব। এ ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো সহযোগিতা লাগলে আমি সেরাটাই দেয়ার চেষ্টা করবো।’
দুবাইয়ের মত শহরে বাংলা স্কুল না থাকাকে আফসোসের উল্লেখ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েন কমিউনিটি নেতা ও আরব আমিরাত বিএনপি’র সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ কনস্যুলেট উদ্যোগ নিলে অথবা কনস্যুলেটের তত্বাবধানে ৫ সদস্যের একটি কমিটি করে দিলে এই কাজের অগ্রগতি হতে পারে। ওই কমিটি বাংলা কমিউনিটির সর্বস্তরের মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠায় বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে।’ 
প্রবাসীদের মতে, উত্তর আমিরাতের শারজা বা আজমান শহরের মাঝামাঝি কোনো এলাকায় একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা করা গেলে যেমন এই অঞ্চলের ছেলে-মেয়েদের বাংলা শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে তেমনি চাপ কমবে অভিভাবকদের। তাই সরকারি বা ব্যক্তি উদ্যোগে দ্রুত দুবাইয়ে একটি বাংলাদেশি স্কুল গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

No comments

Powered by Blogger.