কিভাবে আপনার ব্লগ পোস্টে অটোমেটিক ইন্টারনাল লিংকিং যুক্ত করবেন ! How to add automatic internal linking to your blog post !!

কিভাবে আপনার ব্লগ পোস্টে অটোমেটিক ইন্টারনাল লিংকিং যুক্ত করবেন !!


আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ,

আপনি কি একজন প্রফেশনাল ব্লগার, তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে একটি ব্লগ পোস্টে ইন্টারনাল লিংকিং এর প্রয়োজন কতটা, আপনি নিশ্চয় এটাও জানেন যে ইন্টারনাল লিংকিং এর মাধ্যমে আপনার একটি পোস্ট থেকে অন্য পোস্টে কিভাবে ভিজিটর চলে আসে এবং এই ব্যাপারটা আপনার পোস্টটি কে গুগোল এর ফার্স্ট পেজে Rank করাতে কতটা ভূমিকা পালন করে !

How to add automatic internal linking to your blog post
How to add automatic internal linking to your blog post
কিন্তু সাধারণত আমরা আমাদের ব্লগ পোস্টে ম্যানুয়ালি ভাবে ইন্টারনাল লিংকিং করে থাকি। যেটাতে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং  ম্যানুয়ালি ভাবে প্রতিটা পোস্টে ইন্টারনাল লিঙ্কিং করাটা একটি বিরক্তিকর বিষয় মনে হয়ে থাকে। 



তাই এ ব্লগ পোস্টটিতে আমি আজকে আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ব্লগ পোস্টে অটোমেটিক ইন্টারনাল লিংকিং করতে পারবেন তাও আপনাকে শুধুমাত্র ওয়ান টাইম কোডিং এড করার মাধ্যমে ! তার জন্য আপনাকে এই আর্টিকেলটি ভালো হবে লাস্ট পর্যন্ত দেখতে হবে !

তো চলুন শুরু করা যাক......

আমি আপনাদেরকে এই বিষয়টা কয়েকটি স্টেপের মাধ্যমে দেখাবো তো আপনি সেই স্টেপ গুলোকে খুব মনোযোগ সহকারে ফলো করবেন !
আরেকটা কথা, এই কাজটা করার জন্য আমরা একটি CSS কোড এবং একটি  HTML কোডের ব্যাবহার করবো।

1st step:

1. প্রথমে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি আপনার ইমেইল দিয়ে লগইন করে নিবেন !

2. তারপর আপনাকে Theme section টি সিলেক্ট করতে হবে !

3. এইবার  Edit HTML এ ক্লিক করতে হবে !

2nd step:

1. এবার আপনি আপনার ওয়েবসাইট এর পুরো কোডিং টি দেখতে পাবেন ! এবার আপনি জাস্ট কোডিং গুলোর উপরে একবার ক্লিক করুন ! 


2. তারপর কিবোর্ডের Ctrl + F (find) প্রেস করুন, দেখবেন আপনার কোডিং এর ডান দিকে একটা সার্চ বক্স চলে আসবে !

3. সেই বক্সের উপরে এবার  </head> এই কোডটি লিখে এন্টার করুন !


4. এবার আপনি সেই কোড গুলোর মধ্যে </head> এই কোডটি দেখতে পাবেন ! এবার কোডটির উপরে আপনাকে CSS script টি পেস্ট করতে হবে !


3rd step:

1. একইভাবে আপনি আবারো কিবোর্ডের Ctrl + F (Find) প্রেস করবেন এবং সেই সার্চ বক্সে এইবার  <data:post.body/> এই কোডটি লিখে ইন্টার করবেন !


2. একইভাবে এই কোডটি আবারো দেখতে পাবেন, কিন্তু  (এখানে একটা কথা মনে রাখবেন এবার এই কোডটি আপনি তিনবার দেখতে পাবেন বা কোন কোন টেমপ্লেটে দুইবার দেখতে পাবেন) আপনি সব থেকে শেষে যেটি থাকবে সেখানে গিয়ে সেই কোডটির নিচে আপনাকে HTML script টি পেস্ট  করতে হবে !



3. তারপর আপনি সেভ করে দিবেন, দেখবেন successfully আপনার কোডটি সেভ হয়ে যাবে !



এখানে কোন অসুবিধা হলে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন !

এইরকম ব্লগার রিলেটেড আরো পোস্টগুলি পাওয়ার জন্য আপনারা আমার ব্লগটি ফলো করতে পারেন !

No comments

Powered by Blogger.