(Latest - 2021) Ramadan Dua's in Bengali | পবিত্র রমজান মাসের প্রয়োজনীয় দুআ -সমূহঃ

Assalamo Alaikum My dear all Muslim friends, My name is Md AlamgirToday in this article I am sharing with you some of the most essential Dua's used during the holy month of Ramadan, which every Muslim must know.

What is Ramadan | রামজান কী?:

The month of Ramadan is a holy month for all Muslim Ummahs. This month comes once a year, so it would not be wrong to call it a Muslim festival.

Ramadan Dua's
Ramadan Dua's

All Muslims around the world look forward to this month for praying to Allah and forgiving their sins. Allah forgives people this month and increases the reward of their worship up to 70 times.

The Benefits of Ramadan:

The holy month Ramadan is one of the five pillars of Islam and a great opportunity for all Muslims to purify their mind, body, heart, and soul by fasting and praying to Almighty Allah.

Ramadan is not only for fasting but also all Muslims should dedicate themselves to self-sacrifice like abstain from taking drink or food and physical needs, asking forgiveness for their wrongdoings, and devoting themselves to Allah.

রমজান মাস সমস্ত মুসলিম উম্মাহর জন্য পবিত্র একটি মাস। এই মাসটি বছরে একবার আসে তাই এটিকে মুসলমানদের উত্সব বললেও ভুল হবে না। 

বিশ্বের সমস্ত মুসলমান ইশ্বরের কাছে প্রার্থনার জন্য এবং তাদের গোনাহের মার্জনা করার জন্য এই মাসটির অপেক্ষা করে। আল্লাহ তালা এই মাসে মানুষকে ক্ষমা দান করেন এবং তাদের ইবাদতের সওয়াব 70 গুন্ পর্যন্ত বাড়িয়ে দেন।
Ramadan Dua's in Bengali
Ramadan Dua's in Bengali

রোজার নিয়ত ও সাহরি-ইফতারের দোয়া:

পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়।

রোজা পালন উপলেক্ষ আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। (সুরা বাকারা : আয়াত ১৮৩)

রোজার নিয়ত:


نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলায় উচ্চারণ: 

নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : 

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

Niyat in English:

"O Allah, I wish to observe the obligatory fast prescribed by you in the holy month of Ramadan tomorrow. So accept from me (by abstaining from food and drink), surely you are the all-hearing, the all-knowing."

 ইফতারের আগ মুহূর্তের দুআ:

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতারের সময় দোয়া পড়ে ইফতার করা:


اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

আল্লাহর শোকরিয়া আদায় এর দুআ:

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সাহরির পর নিয়ত করা, ইফতারের আগে তাওবা-ইসতেগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শোকরিয়া আদায় করে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।


Ramadan is a very dignified and virtuous month. In this month, Allah the Almighty bestows unceasing mercy and blessings on his servants. And he gives forgiveness and salvation to the servant. 

On the last day of the month of Sha'ban, the beloved Prophet (peace be upon him) asked his ummah to recite special Tasbeeh and doa.

হাদিসে ঘোষিত বিশেষ দোয়া:

👉 তাসবিহ পড়া অর্থাৎ এ সাক্ষ্য দেয়া-

- لَا اِلَهَ اِلَّا الله

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।


👉 ইসতেগফার করা অর্থাৎ ক্ষমা চাওয়া। হাদিসে অনেক ইসতেগফার এসেছে। এর যে কোনোটি পড়লেই হবে-

- اَسْتَغْفِرُوا اللهَ العَظِيْم اِنَّ اللهَ غَفُوْرُ الرَّحِيْم

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।

অর্থ : মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।

- اَسْتَغْفِرُوا اللهَ العَظِيْم اّللَّذِى لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

অর্থ : মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি এক ব্যতিত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তার দিকেই আমরা ফিরে যাবো।’

- رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়া তুব্ আলাইয়্যা ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম।'

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি অতিশয় তাওবাকবুলকারী, দয়াবান।'

- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি; ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়া; ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা। আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ব্যতিত কোনো ক্ষমাকারী নেই।’

ক্ষমা ও রহমত লাভে যে দোয়া পড়বেন: (Prayers for forgiveness and mercy)

Forgiveness is the best thing a servant seeks from Allah. Forgiveness of the servant is also the mercy of Allah Almighty. No man will be forgiven by his deeds, it is absolutely wrong. Rather, there is no alternative to his mercy in seeking Allah's forgiveness.

That is why Allah himself has sent down verses in the Qur'an seeking forgiveness and mercy. May none of his servants be deprived of mercy and forgiveness.

وَ قُلْ) رَبَّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ خَيْرُ الرَّحِمِيْنَ)

উচ্চারণ : (ওয়া কুল) রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইয়রুর রাহিমিন। (সুরা মুমিনুন : আয়াত ১১৪)

অর্থ : (এবং হে রাসুল! আপনি বলুন) হে আমার প্রতিপালক! আপনি ক্ষমা করুন এবং রহম করুন। রহমত দানকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ দয়ালু।

The above-mentioned prayer has been sent down by Allah as a message of love, forgiveness, and mercy. It got much bigger for the slave. The man should be blessed with his forgiveness and mercy through the prayers taught by Allah.

References:


Conclusion:

The information I am sharing with you is the collecting from various online and social media sources. If you have any queries and objections then, please contact me by email. My email address is amd85767@gmail.com

Thanks for spending your valuable time with us.

No comments

Powered by Blogger.