কে এই ইবনে আরাবী | Who was Ibn Arabi | ইবনে আরাবীর পরিচয় এবং তার জীবন | [ দিরিলিস আর্তগ্রুল ]


Ibn Arabi is now a well-known figure. He is back in the spotlight after thousands of years in the Turkish TV series Dirilis Artgrul. Ibn Arabi with a white beard, is a mysterious man to those who regularly watch ArtGrul on TV.


Who is Ibn Arabi | Ibn Arabi Quotes | Ibn Arabi and Ertugrul | Ibn Arabi Actor | Ibn Arabi Ertuğrul Real Life

কে এই ইবনে আরাবী | Who was Ibn Arabi
কে এই ইবনে আরাবী | Who was Ibn Arabi

In this TV series, Ibn Arabi is portrayed as a saint or a man who loves Allah. But who was this Ibn Arabi? What is his identity?  We are talk about this article.

👉 কে এই ইবনে আরাবী | Who was Ibn Arabi

ইবনে আরাবীর আসল নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আরাবী আল হাতেমি। তবে তিনি শেখ আল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবী নামেই বেশি পরিচিত।

স্পেনের মুর্সিয়া নগরীতে জন্ম নেয়া ইবনে আরাবী ছিলেন আরবের একজন বিখ্যাত সূফি, সাধক, লেখক ও দার্শনিক। ১১৬৫ খ্রিষ্টব্দের ২৬ জুলাই তিনি তৎকালিন আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মুর্সিয়া নগরীতে জন্ম গ্রহণ করেন। 

ইবনে আরাবী সুন্নি মুসলিম ছিলেন, কিন্তু শিয়া দ্বাদশ ইমামদের নিয়ে লিখিত তার বই গুলো শিয়াদের মধ্যে অধিক জনপ্রিয় ছিল। ইবনে আরবীর শিক্ষা দ্রুত মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছিল। 

তাঁর লেখাগুলি কেবল মুসলিম অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সেগুলি অন্য ধর্মের মানুষদেরও আকর্ষন করেছিল। 

তার লিখিত বই গুলো ফার্সি, তুর্কি, উর্দু ও আরবিতে অনুদিত হয়ে জনপ্রিয়তার সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।

Ibn Arabi
Ibn Arabi

👉 The childhood history of Ibn Arabi

ইবনে আরাবীর শৈশব থেকে ইতিহাস ছিল অনেক রোমাঞ্চকর। তার পূর্বপুরুষরা ছিল আরব উপজাতি এবং মাতৃগোষ্ঠী ছিল আফ্রিকার বারবার উপজাতি। 

তার পিতা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তিনি নিজেও শৈশবে সৈনা প্রশিক্ষণ নিয়েছিলেন। 

যুবক সময়ে ইবনে আরাবী সেভিলের সরকারি কর্মচারি ছিলেন এবং তিনি মরিয়ম নামের এক সম্ভ্রান্ত মহিলাকে বিবাহ করেন। 

১১৯৩ সালে তিনি ইসলাম প্রচারের জন্য বিশ্ব ভ্রমণে বের হন। প্রথমে তিনি নিজ পিতার শহর আন্দালুসিয়া থেকে তিউনিসিয়া ভ্রমণ শেষে ১২০০ সালে তিনি আনাতোলিয়াতে এসে উপস্থিত হন।

এখানে সেলজুকদের সাথে তার ভাল সম্পর্ক তৈরি হয়। ১২০৬ সালে তিনি মক্কা, মদীনা ও জেরুজালেম ভ্রমণ শেষে আলেপ্পোতে এসে হাজির হন এবং এখানে তিনি মুসলিম বীর আর্তগুল ও তার বাহিনীর সাক্ষাত পান। 

তাদের সাথে এক বছর থাকার পর ১২০৭ সালে তিনি আবার মক্কায় ফেরত আসেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বাকি জীবন তিনি আরবের আশেপাশে দেশ সমূহ ভ্রমণ করে বেড়িয়েছেন এবং মানুষদের ইসলামের দীক্ষা দিয়েছেন। 

১২৪০ সালের ৮ নভেম্বর ৭৫ বছর বয়েসে এই মহিয়সী আল্লাহর দরবেশ দামেস্কে ইন্তেকাল করেন।


👉Ibn Arabi Quotes | Ibn Arabi Best Dialogues:-


Ibn Arabi Quotes
Ibn Arabi Quotes

" The trials are also great on the shoulders of those who are on high ground. "

" Never despair,
Allah tests His servants with troubles but with every difficulty there is a solution. "


" This world is like a darsgah,
we all have different exams and this darsgah has only one teacher and that is only Allah. "

Ibn Arabi Quotes
Ibn Arabi Quotes

" We do not even know where our Lord holds us before we fall. "


" You do not know his problem 
but that God knows your every problem. "

Ibn Arabi Quotes
Ibn Arabi Quotes

" Those who like lies and take a step back,  Allah does not help such people against the disbelievers. "

" A seed that does not allow its bark to come off can never become a fruit tree. "


👉Ibn Arabi Best Dialogues:-

Coming Soon....


No comments

Powered by Blogger.