কেন মিঠুন চক্রবর্তী TMC ছেড়ে BJP তে যোগ দিলেন? জানুন তার আসল কাহানি। Mithun Chakraborty join BJP
বাংলার আইকন এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী - যিনি কিনা মৃগায়ার মতো ছবিতে জাতীয় পুরষ্কার প্রাপ্ত - তিনি TMC ছেড়ে ব্রিগেড প্যারেড মাঠে BJP তে যোগ দিলেন।
মিঠুন চক্রবর্তী একসময় সিপিএম নেতা, প্রয়াত সুভাষ চক্রবর্তীর সান্নিধ্যে পরিচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং রাজ্যসভার সাংসদ ও ছিলেন।
রবিবার ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। BJP-তে যোগ দিয়ে তিনি বলেন, 'আমি কাউকে খারাপ কথা বলতে চাই না।
Mithun Chakraborty joined the BJP at a brigade rally on Sunday. Joining the BJP, he said, ‘I don’t want to say bad things to anyone.
মিঠুন চক্রবর্তী একসময় সিপিএম নেতা, প্রয়াত সুভাষ চক্রবর্তীর সান্নিধ্যে পরিচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং রাজ্যসভার সাংসদ ও ছিলেন।
Mithun Chakraborty join BJP |
রবিবার ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। BJP-তে যোগ দিয়ে তিনি বলেন, 'আমি কাউকে খারাপ কথা বলতে চাই না।
তবে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।' বিজেপিতে যোগদানের কারণ হিসাবে মিঠুন বলেন, '১৮ বছর বয়স থেকে মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছি।
আমার মনে হয় এবার আমি মানুষের জন্য কিছু করতে পারব। এই মুহূর্তে বিজেপি একমাত্র দিল যারা গরীবের জন্য কাজ করতে চাইছে।
গরীব মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে আসা। এই জন্য অনেকেই আমাকে স্বার্থপর বলতে পারেন।'
মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল বলেন, 'বাংলার তাড়া খেয়ে মিঠুনকে রাজ্য থেকে পালিয়ে যেতে হয়েছিল।'
কিন্তু হটাৎ করে কেন তিনি TMC ছেড়ে BJP তে যোগ দিলেন? জানুন তার আসল ঘটনা এই আর্টিকেলটিতে ।
কিন্তু হটাৎ করে কেন তিনি TMC ছেড়ে BJP তে যোগ দিলেন? জানুন তার আসল ঘটনা এই আর্টিকেলটিতে ।
Why Mithun Chakrabarti Joins BJP:
এই ভিডিওটিতে আপনারা সব সত্যি জানতে পারবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
Bengali icon and Bollywood actor Mithun Chakraborty - who has won national awards in films like Mrigaya - left the TMC and joined the BJP at the Brigade Parade ground.
Mithun Chakraborty, once acquainted with the late Subhash Chakraborty, a CPM leader, joined the Trinamool Congress and was also a Rajya Sabha MP.
But why did he suddenly leave TMC and join BJP? Find out the real story in this article.
But the decision to join the grassroots was wrong. As a reason to join the BJP, Mithun said, 'I have been dreaming of working with people since I was 18 years old.
I think this time I can do something for people. At the moment the BJP is the only one who wants to work for the poor.
He came to BJP to work for poor people. Many may call me selfish for this. ' Trinamool Congress leader Anubrat Mandal scoffed at Mithun Chakraborty and said, "Mithun had to flee the state in pursuit of Bengal."
Important Notes.
This information collecting from various sorcess. Like-
If you have any comments or objections then please contact me by submitting an email - my email is amd85767@gmail.com.
Thanks for spending your valuable time with us.
No comments