Doinondin Jibone Biggan Rochona [PDF] | দৈনন্দিন জীবনে বিজ্ঞান / বিজ্ঞান ও মানব সভ্যতা

Doinondin Jibone Biggan Rochona [PDF] | দৈনন্দিন জীবনে বিজ্ঞান / বিজ্ঞান ও মানব সভ্যতা

দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা ১০ম শ্রেণি | দৈনন্দিন জীবনে বিজ্ঞান বই | শহুরে জীবনে বিজ্ঞান | দৈনন্দিন জীবনে প্রযুক্তি | গ্রামীণ জীবনে বিজ্ঞান | বিজ্ঞান বিষয়ক রচনা | বিজ্ঞানের আবিষ্কার অনুচ্ছেদ রচনা | দৈনন্দিন জীবনে বিদ্যুৎ রচনা

দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা ১০ম শ্রেণি | দৈনন্দিন জীবনে বিজ্ঞান বই | শহুরে জীবনে বিজ্ঞান | দৈনন্দিন জীবনে প্রযুক্তি | গ্রামীণ জীবনে বিজ্ঞান | বিজ্ঞান বিষয়ক রচনা | বিজ্ঞানের আবিষ্কার অনুচ্ছেদ রচনা | দৈনন্দিন জীবনে বিদ্যুৎ রচনা
Doinondin Jibone Biggan

Doinondin Jibone Biggan Rochona [PDF]


বিজ্ঞান’ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ‘Science’ যা ল্যাটিন শব্দ ‘Scio’ থেকে এসেছে। এর অর্থ জানা বা শিক্ষা লাভ করা । আভিধানিক অর্থে বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান।

বর্তমান যুগ বিজ্ঞারেনর যুগ। বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, সভ্যতার অগ্রযাত্রাকে করেছে দ্রুততর ও বহুমাত্রিক।

বিজ্ঞানের নব নব আবিষ্কারের জাদুকরী স্পর্শে মনবজীবনের সর্বত্র এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সর্বক্ষেত্রে আজ পরিলক্ষিত হচ্ছে বিজ্ঞানের অব্যাহত জয়যাত্রা।

মানব কল্যাণে বিজ্ঞানের অবদান যে কত ব্যাপক তা প্রতিদিনের বিচিত্র অভিজ্ঞতা থেকে অনুভব করা যায়।

বিজ্ঞানের কল্যাণে আমাদে দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে এসেছে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনাটি এই ভাবেও আসতে পারে -

  • 1. বিজ্ঞানের জয়যাত্রা
  • 2. বিজ্ঞান ও আধুনিক জীবন
  • 3. দৈনন্দিন / প্রাত্যহিক জীবনে বিজ্ঞান
  • 4. মানব কল্যাণে বিজ্ঞান
  • 5. বর্তমান সমাজ ও বিজ্ঞান


এগুলির মধ্যে যেভাবেই আসুক না কেন তোমরা শুধু কয়েকটা পয়েন্ট চেঞ্জ করে বাকিটা সম্পূর্ণ লিখে আস্তে পারবে।

যেমন এই পয়েন্ট গুলি কখনোই চেঞ্জ করবে না -
  • . ভূমিকা,
  • ২. দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
  • ৩. বিজ্ঞান বনাম মানুষ,
  • ৪. বিজ্ঞানের অপকারিতা,
  • ৫. উপসংহার

আমি তোমাদের সুবিধার্থে দুই রকম ভাবে লিখে দুটি pdf দিয়ে দিলাম। যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। 

এখন তোমাদের কাজ হবে তোমরা দুটি pdf ডাউনলোড করে খাতায় লিখে নিবে এবং তোমার কোনটা ভালো লাগে সেটা পড়বে। 

যদি তোমরা দুটি pdf ই মুখস্ত করে নাও তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে।  এর কারণ পরীক্ষায় যেরকমই এই রচনা গুলি আসুক না কেন তোমরা সেটা খুব সহজেই লিখে আস্তে পারবে। 


এছাড়াও যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না।

আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দেওয়ার।

ভালো থাকবে সবাই আর এর সাথে সাথে পড়াশুনাও খুব ভালোভাবে চালিয়ে যাবে। 

এই www.banglasmspoint.com তোমাদের সাথে সবসময় থাকবে। 

ধন্যবাদ। 

প্রথম রচনা    👉 generate download link

দ্বিতীয় রচনা   👉 generate download link

No comments

Powered by Blogger.