WBCHSE Class 12 History Suggestion 2021 (PDF) উচ্চমাধমিক ইতিহাস সাজেশন
WBCHSE Class 12 History Suggestion 2021 (PDF) উচ্চমাধমিক ইতিহাস সাজেশন
WB Class 12 History suggestion 2021 | Hs History Suggestion 2021 | WBCHSE History Suggestion PDF | WB 12 History Suggestion
এই সাজেশনগুলি পরীক্ষার পক্ষে এত মূল্যবান যে, যেকোনও শিক্ষার্থীর জীবনকে পরিবর্তন করে দিতে পারে।
Images Copyright Smart Exclusive |
সুতরাং প্রত্যেকে নিজেকে প্রস্তুত করার জন্য একটি পরামর্শ পেতে চাইলে ও উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইলে এই সাজেশনটি তোমাদের জন্য খুবই হেল্পফুল।
তার জন্য, আমরা কিছু অভিজ্ঞ শিক্ষকের হাতে তৈরি সাজেশনগুলি তৈরি করি এবং প্রতিটি শিক্ষার্থীর কাছে একেবারে বিনামূল্যে বা শূন্য মূল্যে বিতরণ করার জন্য একটি ছোট পদক্ষেপ গ্রহণ করি।
বিগত বছরগুলির প্রশ্নপত্রগুলি, প্রশ্নের ধরণটি বোঝার জন্যও আপনি এখানে থেকে আগের বছরের প্রশ্নপত্র দেখতে পারেন করতে পারেন।
WBCHSE History Suggestion 2021
Board Name: | (West Bengal Council of Higher Secondary Education) |
Exam Date: | Not Fixed. |
Prepared by: | Our Experienced Teacher. |
Cost of Suggestion: | Free |
Subject: | History |
কিছু সাজেশন বাজারে পাওয়া যায়। তবে সেই সাজেশন এর ব্যয় বেশি। তাই সকলেই বিনামূল্যে সাজেশন পওয়ার চেষ্টা করে এবং সেগুলি থেকে সে যেন পরীক্ষায় সর্বাধিক নম্বর পাই একথা ভেবে এখানে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন আপলোড করেছি।
Question Pattern:
Written Exam: 80 marks
Oral: 20 marks
Total - 80+20=100 marks
Part-A:-40 =5x8 (Broad Queston) = 40
Part-B:-40 =(MCQ-1x24, SAQ-1x18)= 40
পার্ট A তে দুটি বিভাগ রয়েছে এবং দুটি বিভাগেই ৪ টি করে চ্যাপ্টার রয়েছে। এখানে দুটি বিভাগের ৮ টি চ্যাপ্টার থেকে টোটাল ৮ টি প্রশ্ন আসবে এবং তোমাদেরকে করতে হবে ৫ টি প্রশ্নের উত্তর।
কিন্তু তোমাদেরকে যেকোনো একটা বিভাগ থেকে ৪ টি প্রশ্নের মধ্যে ৩ টি করতে হবে। এবং আরেকটি বিভাগ থেকে ৪ টি প্রশ্নের মধ্যে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর করতে হবে।
এখানে একটা কথা মনে রাখবে যে, তোমরা একটি বিভাগ থেকে ৪ টি প্রশ্নের উত্তর করতে পারবে না। শুধু মাত্র তিনটি করতে পারবে।
নিচে আমি ২টি বিভাগের সবগুলি চ্যাপ্টার দিয়ে দিলাম। তার সাথে ২০২১ এর জন্য ইম্পরট্যান্ট প্রশ্নগুলিও দিয়ে দিলাম।
Part-A এর চ্যাপ্টার গুলি:
- অতীত স্মরণ
- ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যের প্রসার
- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
Part-B এর চ্যাপ্টার গুলি:
- ঔপনিবেশিক ভারতের শাসন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
- ঠান্ডা লড়ায়ের যুগ
- অব-উপনিবেশীকরণ
Broad Queston Writting Tips:
বেশি নম্বর তুলতে হলে এই পয়েন্ট গুলির দিকে তোমাদেরকে অবশ্যয় খেয়াল রাখতে হবে। এই পয়েন্টগুলি আজকে থেকে ফলো করা শুরু করে দাও।- কমপক্ষে ৮ পয়েন্ট করে লিখবে।
- প্রয়োজনে বিভিন্ন বিবৃতি তুলে ধরবে।
- সাল / সময়সীমা তুলে ধরবে। (কিন্তু ভুল তথ্য যেন না হয়)
- প্রয়োজনে ম্যাপ পয়েন্টিং করবে।
- পয়েন্ট আলাদা কালি দিয়ে করবে বা box করে দিবে (নীল কালি দিয়ে পয়েন্ট করবে এবং কালো কালি দিয়ে লিখবে)
- ভূমিকা এবং মূল্যায়ন পয়েন্ট বাদ্ধতামূলক।
HS Class 12 History Suggestion 2021
Part-A এর প্রশ্ন গুলি:
- অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
- সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ কি
- চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি কি কি ? এর গুরুত্ব আলোচনা করো
- চীনের 4ঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল লেখ
- স্যার সৈয়দ আহমেদ খান ও তার আলীগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো
- শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখ
- বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো
- জাদুঘর কি ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখ
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব গুলি সম্পর্কে আলোচনা করো
Part-B এর প্রশ্ন গুলি:
- হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
- ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা লেখ।
- রাওলাট আইন প্রণয়নের কারণ ও শর্ত গুলি লেখ? এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো।
- জালিওনাবাগ এর কারণ ও প্রতিক্রিয়া আলোচনা করো।
- বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব লেখ।
- ঠান্ডা লড়াই কি এর গুরুত্ব ও বৈশিষ্ট্য লিখ।
- সুয়েজ সংকট বা কিউটো সংকট এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
- ক্রিপস মিশন কেন ভারতে আসে তাদের প্রভাব কি আলোচনা করো ? ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি লেখ।
- স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো।
- স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা লিখ।
- নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লিখ।
- ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো।
Also Checkout This Post
WB Class 12 History suggestion 2021 | Hs History Suggestion 2021 | WBCHSE History Suggestion PDF | WB 12 History Suggestion
এই প্রশ্নগুলি যদি তোমরা খবু ভালো করে পড়ে নিতে পারো। করা যাই অবশ্যয় তোমরা কমন পায়ে যাবে। এবং লিখে আস্তে পারবে।
নিচে সবগুলি প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ দিয়ে দিলাম তোমরা সেখান থেকে ডাউনলোড করে আজ থেকেই পড়াশুনা শুরু করে দাও।
No comments