WBCHSE (12) Geography Suggestion 2021 PDF | HS উচ্চমাধমিক ভূগোল সাজেশন Free

WBCHSE (12) Geography Suggestion 2021 PDF | HS উচ্চমাধমিক ভূগোল সাজেশন Free

Class 12 geography suggestion 2021 pdf | hs geography suggestion 2021 pdf | hs geography suggestion 2021 pdf free download | hs suggestion 2021 pdf | class xii geography suggestion 2021 pdf | hs all subject suggestion 2021 pdf download

WBCHSE (12) Geography Suggestion 2021 PDF | HS উচ্চমাধমিক ভূগোল সাজেশন Free
WBCHSE (12) Geography Suggestion 2021 PDF


আসসালামু আলাইকুম আমার প্রিয় উচ্চমাধমিক দেওয়া ভাই ও বোনেরা, আমি আলমগীর। আসা করছি তোমরা আল্লাহর অশেষ কৃপায় খুব ভালো আছো। 

আজকে আমি তোমাদের জন্য ২০২১ এর সম্পূর্ণ উচ্চমাধমিক ভূগোল সাজেশন নিয়ে হাজির হলাম। এবং সাথে সাথে সবকটি প্রশ্নের উত্তর পিডিএফ আকারে দিয়ে দিলাম। 

এতে করে তোমাদের অন্য কোথাও খোজাখুজি করে সময় ব্যায় করার কোনো প্রয়োজন হবে না।

তোমরা আজ থেকেই এই প্রশ্ন গুলি মুখস্ত করা চালু করে দাও। কারণ এইবার তোমাদের হাতে টাইম ও খুবই কম রয়েছে। 

তো বেশি কথা না বলে চলো সোজা সাজেশন এ।


WBCHSE Geography Suggestion 2021

সবগুলি প্রশ্ন চ্যাপ্টার অনুযায়ী পরপর দিয়ে দেওয়া হলো।

ভৌমজল ও কার্স্ট অঞ্চল :

  1. পর্যায়ন কাকে বলে ? এবং এর মাধ্যমগুলি কি কি। 
  2. পার্থক্য লিখো - ( আরোহন ও অবরোহন, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট ) ।
  3. কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। (Very Important)

সমুদ্র তরঙ্গের কার্যাবলী :

  1. প্রবল প্রাচীর গঠনের শর্ত ও শ্রেণীবিভাগ লিখো। 
  2. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 
  3. রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লিখো। 

ক্ষয়চক্র :

  1. ডেভিসের ক্ষয়চক্র মতবাদটি (স্বাভাবিক ও মরু) চিত্র সহ আলোচনা করো। 
  2. পানিপ্লেন ও পেডিপ্লেন এর পার্থক্য লিখো। 
  3. পুনর্যৌবন লাভের কারণ ও সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 

জলনির্গম প্রণালী :

  1. ভূতাত্ত্বিক গঠন কিভাবে জলনির্গম প্রণালীকে প্রভাবিত করে ? (বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী লিখো।)
  2. পূর্ববর্তী ও অধ্যারোপিত যদি কাকে বলে। 

মৃত্তিকা :

  1. মৃত্তিকার পরিলেখ, মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার PH, মৃত্তিকার সচ্ছিদ্রতা, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে ?
  2. আলুভিয়েশন ও ইলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লিখো। 
  3. আবিটিসোল, ভারটিসোল, মলিসল, সিস্টোসোল, অক্সিসোল, এন্টিসোল এর দুটি করে বৈশিষ্ট লিখো। 
  4. মৃত্তিকা সৃষ্টিতে ভূপৃষ্ট, আদিশিলা ও জলবায়ুর ভূমিকা লিখো। 

বায়ুমণ্ডলীয় গোলোযোগ :

  1. জেট বায়ুর বৈশিষ্ট লিখো। 
  2. ত্রিকোশিও মডেল আলোচনা করো। 
  3. মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। 
  4. ক্রান্তীয় ঘূর্নাবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের উৎপত্তি বা জীবনচক্র সম্পর্কে আলোচনা করো। 
  5. ঘূর্নাবাত ও প্রতীপ ঘূর্নাবাত, এলনিনো ও লা নিনো, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্নাবাত, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত - এর পার্থক্য লিখো।

পৃথিবীর জলবায়ু অঞ্চল :

  1. ভুমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আদ্র ও গ্রীষ্মকাল শুস্ক থাকে কেন। 
  2. মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো।


স্বাভাবিক উদ্ভিদ :

  1. জলজ উদ্ভিদ, লবনাক্ত উদ্ভিদ ও মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট লিখো। 
  2. জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদের শ্রেণী সম্পর্কে লিখো। 

জলবায়ুগত পরিবর্তন :

  1. গ্রিনহাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন (মানবীয় ভূমিকা) এর কারণ ও প্রভাব লিখো। 
  2. ওজোনস্তর হ্রাসের প্রভাব লিখো। 

জীববৈচিত্র :

  1. জীনগত, প্রজাতিগত, বস্তুতান্ত্রিক, আলফা, বিটা, গামা, বৈচিত্র কাকে বলে। 
  2. জীববৈচিত্র বিন্যাস ও হ্রাসের কারণ (মানুষের ভূমিকা লিখো।)
  3. জীববৈচিত্রের গুরুত্ব এবং জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে লিখো। 
  4. ইনসিটু সংরক্ষণ ও অক্সিটু সংরক্ষণের পার্থক্য লিখো। 

মানুষ পরিবেশ ও মিথস্ক্রিয়া :

  1. ঘূর্ণিঝড় মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে লিখো। 
  2. প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের পার্থক্য লিখো। 
  3. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লিখো।

কৃষিকাজ :

  1. শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, শস্যাবর্তন কৃষির সংজ্ঞা বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে লেখ। 
  2. ব্যাপক কৃষি মূলত রপ্তানির ওপর নির্ভর কেন। 
  3. নিবির ও প্রগাঢ় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। 
  4. শ্বেত বিপ্লব ও নীল বিপ্লবের সংজ্ঞা ও উদ্দেশ্য লেখ। 
  5. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ। 
  6. কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগের প্রভাব লেখ। 
  7. ভারতে বাজার বাগান কৃষি ও উদ্যান কৃষির বৈশিষ্ট্য ও উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। 
  8. ভূমধ্যসাগরীয় দেশগুলিতে বাজার বাগান কৃষি ও ফল উৎপাদক কৃষির উৎপত্তির কারণ সম্পর্কে লিখ। 
  9. ভারতের ডাল চাষের সমস্যা আলোচনা করো। 
  10. চা (শ্রীলংকা) কফি (দক্ষিণ ভারত) নারকেল (শ্রীলংকা) ইক্ষু, ডাল, কার্পাস চাষের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। 

শিল্প :

  1. পণ্য সূচক, আইসোটিম, আইসোডোপেন ও ক্রিটিক্যাল আইসোডোপেন এর সংজ্ঞা লিখ। 
  2. শিল্পের অবস্থানের কাঁচামালের প্রভাব আলোচনা করো। 
  3. ভারতের দুগ্ধ উৎপাদনে অধিক হলেও লৌহ শিল্প অনুন্নত কেন। 
  4. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এবং সুবিধা-অসুবিধা ও সম্ভাবনা লিখ। 
  5. ভারতে রেডিমেড বা কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ ও গতি-প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 
  6. কানাডা কাগজ শিল্পে উন্নত কেন। 
  7. মালয়েশিয়া থেকে রাবার শিল্পের উন্নতির কারণ ও ব্রাজিলের রবার শিল্পের সমস্যা সম্পর্কে লিখ। 
  8. লৌহ ইস্পাত শিল্প, কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প ও কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল গুলির নাম লেখ। 
  9. পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখ। 
  10. জাপানের অধিকাংশ লোহা ইস্পাত শিল্প বন্দর বা উপকূলবর্তী এলাকায় গড়ে উঠেছে কেন। 
  11. জাপানে কাঁচামালের অভাবে থাকা সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ সম্পর্কে লেখ। 


জনসংখ্যা :

  1. কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখ। 
  2. জন বিবর্তন মডেল সম্পর্কে আলোচনা করো এবং ভারতের অবস্থান উল্লেখ করো। 
  3. জনসংখ্যার অসম বন্টন এর কারণ আলোচনা করো
  4. জনসংখ্যা বন্টনের পরিব্রাজন এর প্রভাব লেখ। 
  5. বয়স লিঙ্গ পিরামিডের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 
  6. উন্নত ও অনুন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের পার্থক্য লিখ। 
  7. জনঘনত্ব ও মানুষ কৃষি অনুপাতের পার্থক্য লিখ। 

জনবসতি :

  1. আদমশুমারি অনুযায়ী ভারতীয় পৌর বসতির সংখ্যা ও শ্রেণীবিভাগ সম্পর্কে লিখ। 
  2. গোষ্ঠীবদ্ধ, রৈখিক ও বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ আলোচনা করো। 
  3. ভারতের নগরায়নের সমস্যা সম্পর্কে লিখ। 
  4. পৌর বসতির বিভিন্ন কার্যকলাপ বা কার্যকলাপের ভিত্তিতে শহরে শ্রেণীবিভাগ করো। 

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন :

  1. পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 
  2. পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম (ম্যাক্রো, মেসো, মাইক্রো) সম্পর্কে লিখ। 
  3. ব্যাঙ্গালোর ইলেকট্রনিক্স শিল্পে উন্নত কেন। 
  4. ছত্রিশগড়ের খনিজ শিল্প সম্পর্কে লিখ। 
  5. কলকাতার পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের গড়ে ওঠার কারণ ও গুরুত্ব লিখ। 
  6. ম্যাক্রো ও মাইক্রো অঞ্চলের পার্থক্য লিখ। 

পরিষেবা মূলক কার্যাবলী :

  1. সোনালী চতুর্ভুজ, আউটসোর্সিং ও থিংক ট্যাংক এর সংজ্ঞা দাও। 
  2. WTO এর কার্যাবলী সম্পর্কে লিখ। 
  3. আধুনিক যোগাযোগ ব্যবস্থায় রিমোট সেন্সিং, ইন্টারনেট ও জিআইএস (কৃত্রিম উপগ্রহের) গুরুত্ব লিখ। 


এই প্রশ্নগুলি যদি তোমরা খবু ভালো করে পড়ে নিতে পারো।  করা যাই অবশ্যয় তোমরা কমন পায়ে যাবে। এবং লিখে আস্তে পারবে। 

নিচে সবগুলি প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ দিয়ে দিলাম তোমরা সেখান থেকে ডাউনলোড করে আজ থেকেই পড়াশুনা শুরু করে দাও। 

No comments

Powered by Blogger.