খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে।
এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দুর্নীতি মামলার রায় ঘোষিত হয়েছে। তিনি প্রায় ছয় বছর সাজা খেটেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। মামলার রায় শুনতে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতের উদ্দেশ্যে সকাল ১০টায় তার গুলশানের বাসভবন থেকে রওয়ানা হওয়ার কথা রয়েছে। 
আলোচিত এ মামলা উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি এড়াতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

No comments

Powered by Blogger.