খালেদার কারাদণ্ড; আওয়ামী লীগের মিষ্টি বিতরণ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের রায়ের পর ফেনীতে মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। আজ রায় ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীরা ট্রাংক রোডের দোয়েল চত্বরে একে অপরকে মিষ্টি মুখ করান।
এর আগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেন। রাজপথের কোথায়ও বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যায়নি। শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে। শহরের তাকিয়া রোড থেকে ৬ জন ও সোনাগাজী থেকে ২ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
No comments