টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়ায় লন্ডন সিটি এয়ারপোর্ট বন্ধ


লন্ডনে টেমস নদীতে পাঁচশো কেজি ওজনের একটি বোমা খুঁজে পাওয়ার পর নিকটবর্তী সিটি এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। সিটি এয়ারপোর্টের একজন মুখপাত্র জানিয়েছেন, সারাদিনই এটি বন্ধ থাকবে। সেখান থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ১৬ হাজার যাত্রী সমস্যায় পড়বেন।
 
রবিবার সিটি এয়ারপোর্টের কাছে টেমস নদীর ধারে একটি পূর্ব নির্ধারিত কাজ চলার সময় বোমাটি খুঁজে পাওয়া যায়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা বোমা বলে মনে করা হচ্ছে। ঐ জায়গার আশে-পাশের এলাকা থেকে সব পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। বোমা নিস্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
রবিববার রাত দশটা থেকেই সিটি এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা রয়্যাল নেভির সঙ্গে মিলে এই বোমাটি সরাতে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যে বোমাটি খুঁজে পাওয়া গেছে সেটি জার্মানীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ফেলা হয়েছিল। সিটি এয়ারপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট সিনক্লেয়ার যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন। বিবিসি।

No comments

Powered by Blogger.