এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদা জিয়ার শাস্তি হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমের টাকা মেরে খাওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের শাস্তি হয়েছে। এই রায় দিয়েছে আদালত। এখানে আওয়ামী লীগের কিছুই করার নেই। মানুষের উপর অত্যাচার করলে শাস্তি হয়। সেই শাস্তি হচ্ছে বেগম জিয়ার। লজ্জা থাকলে তারা আর দুর্নীতি করবে না। এতিমের টাকা লুটকারীদের স্থান এদেশে হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। 
আজ বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এ সময় তিনি আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃতাধীন জোটকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জন্য দক্ষিনাঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। 
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করানোর জন্য উপস্থিত জনতাকে ওয়াদা করান। 

No comments

Powered by Blogger.