২০১৬ সালের নির্বাচনে অভিযুক্ত ১৩ রাশিয়ান, ফেঁসে যাচ্ছেন ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ বিষয়ে সম্প্রতি এক তদন্তে ফেঁসে যাচ্ছেন। মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ দলটির প্রধান রবার্ট মুলার শুক্রবার এ তথ্য জানান।
জানা যায়, ১৩ জন রাশিয়ানের বিরুদ্ধে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে অভিযোগ মিলেছে। অভিযোগ রয়েছে- তিন রাশিয়ান কোম্পানির বিরুদ্ধেও। যারা ট্রাম্পের পক্ষে নির্বাচন প্রভাবান্বিত করতে কাজ করেছে। এদের মধ্যে তিন জনের নাম এসেছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জালিয়াতিতে চক্রান্তকারী হিসেবে। পাঁচ জনের বিরুদ্ধে রয়েছে বিদ্বেষপূর্ণ পরিচয় প্রতারণার অভিযোগ। তাছাড়া, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের নাগরিক সেজে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় পেজ ও গ্রুপ খুলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এভাবে অগণিত টুইটার পেজও খোলা হয়।
No comments