কফি শুধু খেলে হবে না, মেখে দেখুন !

আড্ডা মানেই এক কাপ কফি ৷ সকালে চোখ থেকে ঘুম তাড়াতে এক কাপ কফি ৷ হ্যাংওভার কাটাতেও সেই কফি ৷ কফি পান করার যেমন গুণ রয়েছে ৷ তেমনি রয়েছে ক্ষতিও ৷ রূপ বিশেষজ্ঞ বলছেন, কফি খেলে ক্ষতি হলেও, কফি মাখলে কিন্তু উপকারই বেশি ! তা কী উপকার কফি মাখলে ? জেনে নিন...
উজ্জ্বল ত্বক পেতে কফির জুড়ি মেলা ভার ৷ উজ্জ্বল ত্বক পেতে কফির থেকে ভালো আর কিছু নেই ৷ এক চামচ কফির সঙ্গে মিশিয়ে নিন দু’চামচ আটা ৷ এর মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু ৷ ভালো করে মিশিয়ে নিন ৷ এই মিশ্রণটিকে ২০ মিনিট মতো মুখের ত্বকে লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে উষ্ণজলে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে দু’বার অন্তত এই ফেসপ্যাক ব্যবহার করুন ৷ ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এই মিশ্রণ খুব কার্যকরী ৷ চামড়ায় বলিরেখা দূর করতে এই মিশ্রণ খুবই ফলদায়ক ৷
চোখের তলার কালি দূর করতেও খুব ফলদায়ক কফি ৷ কফির সঙ্গে মধু মিশিয়ে চোখের তলায় লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে ফেলুন৷
অলিভ ওয়েলের সঙ্গে কফি মিশিয়ে মুখে লাগান ৷ স্ক্রাবার হিসেবে এটা খুব ভালো কাজ করে ৷
ব্ল্যাকহেডস দূর করতে কফির তুলনানেই ৷ অল্প উষ্ণ জলে কফি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন ৷ ব্ল্যাকহেডস হওয়া অংশে সেটা লাগিয়ে নিন৷

No comments

Powered by Blogger.