নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শর্মা

নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি দেশটির ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর সিপিএন-ইউএমএলের সমন্বয়ে তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর ক্ষমতায় বসলেন শর্মা।
নেপালের তেরহাতুমে কে পি শর্মা অলি জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। তিনি রাজনীতিতে যোগ দেন ১৯৬৬ সালে। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন।
তিনি এমন এক দিনে প্রধানমন্ত্রী হলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কাইরিল রামাফোসা। দেশটির পার্লামেন্টের চারশ সদস্য তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের একদিন পর তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
সূত্র : এনডিটিভি

No comments

Powered by Blogger.