অবশেষে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী হালবে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়ে মিথ্যা বলা এবং রাশিয়াকে প্রাধ্যান্য দেয়ার অভিযোগের পর সে বিষয়ে দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা।
 
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সামনেই পদত্যাগ করেন তিনি। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেস।
 
উল্লেখ্য, ২০০৬ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলে আসছিলেন জিলেস্ত্রা। শেষ অবধি নিজের অপরাধ স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। 
 
মঙ্গলবার ডাচ পার্লামেন্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা দেন হালবে জিলেস্ত্রা। তিনি নিজের অপরাধ স্বীকার করে বলেন, আমার কর্মজীবনে আমি এতবড় ভুল আর একটিও করিনি।
 
পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের চার দলীয় জোটকে অস্বস্তিতে ফেলেছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রুত্তে। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী রুত্তে পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.