মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলাল (৪৫ ) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। দেশটির দুর্গম পাহাড়ি এলাকা কেমেরুন হাইল্যান্ডে শনিবার এই সড়ক দুর্ঘটনা ঘটে। 
নিহত হেলাল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মৃত জামাল গাজীর তৃতীয় ছেলে। তিনি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের একটি সবজি বাগানে কাজ করতেন।
ভাগ্যের চাকা ঘুরাতে ২০১৬ সালে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন হেলাল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে। শনিবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হেলাল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত নিহত হেলালের প্রতিবেশী শাহাদাত হোসেন। 

No comments

Powered by Blogger.