শাকিব চরিত্রহীন, ছেলেকে নিয়ে নাটক করছে : অপু
ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহিত সম্পর্কটা শেষ হতে এখন মাত্র আনুষ্ঠানিকতা বাকি। আগামী ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
তবে সেই বিচ্ছেদের আগেই গতকাল বুধবার এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে শাকিবকে চরিত্রহীন উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
দর্শকের উদ্দেশে অপু বলেন, ‘শাকিব চরিত্রহীন। সে তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো।’
অপু আরও বলেন, ‘আমাদের সমাজে সাধারণত বাচ্চা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে। কিন্তু আমার আর শাকিবের ক্ষেত্রে উল্টোটা হল। বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। শাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার জন্ম চাননি।’
No comments