খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় রায় ঘোষণার আধাঘণ্টা পর খালেদা জিয়াকে পুলিশি পাহারায় কারাগারে নেয়া হয়।
জানা যায়, সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনতলা ভবনের নিচতলায় দুই কক্ষের রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে একসময় আসামিদের বাচ্চাদের জন্য কিডস ডে কেয়ার সেন্টার ছিল।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা থাকার জন্য আবেদনের আদেশ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রায়কে ঘিরে কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।সেখানকার বাসিন্দাদেরও পার্শ্ববর্তী রাস্তা ব্যবহার করে ঢুকতে দেয়া হচ্ছে না।
এর আগে বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
No comments