তারেককে ইন্টারপোলের মাধ্যমে শিগগিরই দেশে আনা হবে: নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।
 
আজ শুক্রবার সকালে মাদারীপুরের চরমুগুরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়।
 
আদালতের সিদ্ধান্তের ওপর কারো হাত নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে কেন দেরি হচ্ছে তা আদালত বলতে পারে, এ ব্যাপারে সরকারের কোন কিছু করার সুযোগ নেই।
 
মন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি-না এটা সম্পূর্ণ নির্ভর করে আদালত ও নির্বাচন কমিশনের ওপর। সরকারের এ ক্ষেত্রেও কিছু করার নেই। কিন্তু সরকার সকল দলের অংশগ্রহণেই নির্বাচন করতে চায়।

 বাসস।

No comments

Powered by Blogger.