সৌদিতে ব্যবসায়ী অপহরণ : নোয়াখালীর ৩ যুবক আটক
সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা ৯৩ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় অপহরণকারী চক্রটি। এছাড়া তার বাড়িতে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
আব্দুল হামিদ অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সহযোগিতা নিলে পরে বিষয়টি বাংলাদেশ দূতাবাসে অবগত করা হয়। আব্দুল হামিদের মালিকের সহযোগিতায় এ চক্রের চিহ্নিত ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ।
গ্রেফতাররা হলেন- জহিরুল ইসলাম আজিম, মো. তুহিন ও মিজারুল ইসলাম। এদের তিন জনের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।
এসব অপহরণের পেছনে নোয়াখালীর দিদার নামে একজন ভুক্তভোগী আব্দুল হামিদের বাড়িতে ফোন দিয়ে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে বলেও অভিযোগ এসেছে।
No comments