পর্তুগালে ট্যুরিজম ব্যবসায় ভালো করছে বাংলাদেশিরা


আটলান্টিক মহাসাগরের উপকূলে দক্ষিণ-পশ্চিম ইউরোপের অন্যতম দেশ পর্তুগাল। দেশটিতে প্রায় ১২ থেকে ১৫ হাজার বাংলাদেশি রয়েছে। যার অধিকাংশই রাজধানী লিসবনে বসবাস করে। উচ্চশিক্ষা ও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য বাংলাদেশিরা দেশটিতে পাড়ি জমাচ্ছে। তবে এসব অধিকাংশই এখন বাণিজ্যের দিকে ঝুঁকছে। যার মধ্যে অন্যতম ট্যুরিজম বা পযর্টন ব্যবসা।
প্রাকৃতিক সৌন্দয আর ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার জন্য পর্তুগাল এ প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ পযর্টক ভিড় জমাচ্ছে। আর এসব র্পযটকদের জন্য দেশটিতে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, পযটন মোটেল ও রেস্টুরেন্ট। আর এসব ব্যবসার বড় একটি অংশ জুড়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে ইউরোপে মন্দাভাব থাকলেও পযর্টন শিল্পে পর্তুগালে খুব একটা প্রভাব পড়েনি বলে জানান পর্তো সিটির ডেপুটি স্পিকার শাহ আলম কাজল।
সম্প্রতি ভয়েস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্তুগালে বাংলাদেশিরা পযটন শিল্পে বেশ দাপিয়ে বেড়াচ্ছে।তিনি জানান, পযটন শিল্প পর্তুগালে একটি লাভজনক ব্যবসা।ক্ষুদ্র অর্থ বিনিয়োগ করে ব্যবসায়ীরা বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারে।তাই সেখানে যারা বাংলাদেশি রয়েছে তাদের অনেকেই এখন এ ব্যবসায় বেশি ঝুঁকছে।

No comments

Powered by Blogger.