পর্যটকদের মালদ্বীপ যেতে নিষেধ করলো চীন
রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীনা পর্যটকদের মালদ্বীপ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ কারাদণ্ড প্রাপ্ত অন্যান্য নেতার মুক্তির নির্দেশ দেয়ার পরও তাদের মুক্তি দিতে বিলম্ব করায় সরকারের বিরুদ্ধে রবিবার বিক্ষোভ শুরু করেছে বিরোধীদলীয় সমর্থকরা। খবর রয়টার্সের।
দেশটির এটর্নি জেনারেল রবিবার হুশিয়ার করে বলেছেন, কারাদণ্ড প্রাপ্ত বিরোধীদলের নেতাদের মুক্তির নির্দেশ অমান্য করার দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সরকারকে প্রতিহত করতে সুপ্রিম কোর্ট যেকোনো ধরণের ব্যবস্থা নিবে।
এদিকে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মালদ্বীপের জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করতে চীনের সমর্থন রয়েছে। রয়টার্স।
No comments